প্রকাশিত:
২ ঘন্টা আগে

মঙ্গলবার রাতে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘উইভার্স’-এ এই সফরের পোস্টার প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আরএম, জিন ও জাংকুকরা।
আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোইয়াং স্পোর্টস কমপ্লেক্স থেকে এই যাত্রা শুরু হবে। উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়া জুড়ে মোট ৩৪টি শহরে ৭৯টি কনসার্ট করবে বিটিএস।
কোনো কে-পপ গ্রুপের একক ট্যুর হিসেবে এটিই হতে যাচ্ছে ইতিহাসের বৃহত্তম আয়োজন।
উত্তর আমেরিকায় ২৫ এপ্রিল ফ্লোরিডা থেকে শুরু হয়ে ১২টি শহরে মোট ২৮টি শো, ইউরোপে জুন ও জুলাই মাসে লন্ডন ও প্যারিসসহ পাঁচটি প্রধান শহরে ১০টি শো, দক্ষিণ আমেরিকায় সাও পাওলো ও বুয়েনস এইরেসসহ পাঁচটি শহরে পারফর্ম করবে তারা।
কনসার্ট শুরুর ঠিক আগে, আগামী ২০ মার্চ বিটিএসের নতুন পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশিত হবে। ২০২২ সালে লাস ভেগাসে ‘পারমিশন টু ড্যান্স’ শো-র পর এটিই হতে যাচ্ছে তাদের প্রথম পূর্ণাঙ্গ ট্যুর।
উল্লেখ্য, বিটিএস সদস্যদের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে ফেরার পর এই ওয়ার্ল্ড ট্যুর ঘিরে বিশ্বব্যাপী ভক্তদের (আর্মি) মাঝে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।