প্রকাশিত:
৮ জানুয়ারী, ২০২৬
_original_1767800598.jpg&w=3840&q=75)
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী আফসানা আরা বিন্দু জুটি বেঁধে বেশকিছু দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন। মাঝে দীর্ঘ বিরতি দিয়ে ফের পর্দায় ফিরছেন তারা। এক দশক পর জুটি বাঁধবেন নতুন একটি ওয়েব সিরিজে।
২০১৪ সালে বিয়ের পর মিডিয়া জগত থেকে এক প্রকার আড়ালে চলে গিয়েছিলেন বিন্দু। মাঝে দু-একটি প্রজেক্টে তাকে দেখা গেলেও অপূর্বর সঙ্গে তার সেই কালজয়ী জুটিকে আর দেখা যায়নি। দীর্ঘ ১০ বছর পর একটি বিশেষ টেলিফিল্মের মাধ্যমে এই জুটিকে পুনরায় একফ্রেমে বন্দি করেছেন নির্মাতা।
‘তাকদীর’ ও ‘কারাগার’ খ্যাত সৈয়দ আহমেদ শাওকীর চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনীমের পরিচালনায় নির্মিতব্য এই সিরিজের নাম ‘হেডলাইন’।
হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে।
অপূর্ব বলেন "বিন্দুর সাথে কাজ করাটা সবসময়ই আরামদায়ক। ১০ বছর পর যখন আমরা ক্যামেরার সামনে দাঁড়ালাম, একবারের জন্যও মনে হয়নি মাঝে এতোটা সময় পার হয়েছে। আমাদের সেই পুরনো বোঝাপড়াটা এখনো আগের মতোই আছে।"
সূত্রমতে, চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে অপূর্বর। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন তিনি। অন্যদিকে, এই প্রজেক্টের জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন বিন্দু।
‘হেডলাইন’ প্রসঙ্গে আপাতত বিস্তারিত জানাতে নারাজ পরিচালক সালেহ সোবহান অনীম।তিনি বলেন সবদিক থেকে সবুজ সংকেত মিললেই শুটিং শুরু হবে।
অপূর্ব-বিন্দু অভিনীত নাটকের মধ্যে রয়েছে- ‘মেঘ’, ‘মিনারেল ওয়াটার’, ‘বিলম্বিত টিকিট’ ইত্যাদি। সবশেষ ২০১৬ সালে ‘তৃতীয়জন’ নাটকে একসঙ্গে অভিনয় করেন তারা। যেটি পরিচালনা করেন চয়নিকা চৌধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির শুটিংয়ের ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেছে। অনেকেই মন্তব্য করেছেন, "ছোট পর্দার আসল কিং এবং কুইন অবশেষে ফিরল।" এই প্রত্যাবর্তন কেবল একটি নাটক নয়, বরং বাংলা নাটকের হারানো জনপ্রিয়তাকে ফিরিয়ে আনার একটি বড় ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।