প্রকাশিত:
৮ জানুয়ারী, ২০২৬

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে গত কয়েক মাস ধরে চলা নানা জল্পনার অবসান ঘটল। রাজনীতি থেকে অব্যাহতির পর তিনি কবে পূর্ণাঙ্গভাবে অভিনয়ে ফিরবেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি ছিল না। অবশেষে নতুন বছরের শুরুতেই নিজের আসন্ন প্রজেক্টের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন লুকে ধরা দেন মিমি। খোলা চুল, কানে ঝুমকো আর কালো পোশাকে তাঁর আবেদনময়ী চাহনি ভক্তদের নজর কেড়েছে।
মিমি চক্রবর্তী নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ‘বোল্ড’ এবং স্টাইলিশ ছবি শেয়ার করে বড় খবরটি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসেরই ২৩ জানুয়ারি।
অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ প্রোডাকশন’ এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি মূলত একটি হরর-কমেডি (ভৌতিক-হাস্যরসাত্মক) ঘরানার গল্প। যেখানে মিমির সাথে দেখা যাবে সোহম মজুমদার, বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্তকে। ২৩ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া এই ছবির মাধ্যমে নতুন বছরে বড় ধামাকা দিতে চলেছেন এই অভিনেত্রী।
মিমির এই প্রত্যাবর্তনে টলিপাড়ার সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তাঁর পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো তারকারা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের প্রিয় ‘পুপে’কে আবারও বড় পর্দায় দেখার জন্য।
রাজনীতি আর গ্ল্যামার দুনিয়ার টানাপোড়েন কাটিয়ে মিমি চক্রবর্তী আবারও প্রমাণ করতে চলেছেন যে, লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতই তাঁর আসল ঠিকানা। ২৩ জানুয়ারি বক্স অফিসে মিমির এই ‘নতুন চমক’ কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।