প্রকাশিত:
৮ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের ৪০তম জন্মদিনে ভক্তদের জন্য ‘টক্সিক’ উপহার নিয়ে এলেন কন্নড় সুপারস্টার যশ। আজ ৮ জানুয়ারি সকালে মুক্তি পেয়েছে তাঁর আগামী সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ (Toxic: A Fairytale for Grown-ups)-এর বিশেষ টিজার। প্রায় তিন মিনিটের এই টিজারে যশের নতুন চরিত্র ‘রায়া’-কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে চলচ্চিত্র সমালোচকরা একে ‘হলিউড মানের’ বলে অভিহিত করছেন।
‘টক্সিক’ সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক রাজীব রবি। সংগীত পরিচালনায় রয়েছেন রবি বাসরুর। সম্পাদনায় উজ্জ্বল কুলকার্নি এবং শিল্প নির্দেশনায় টি পি আবিদ।অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করেছেন ‘জন উইক’ (John Wick) খ্যাত হলিউড অ্যাকশন ডিরেক্টর জে জে পেরি। টিজারের ভিজ্যুয়াল কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর (রবি বাসরুর) সিনেমাটিকে ভারতীয় গ্যাংস্টার ঘরানার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেতা যশ সর্বভারতীয় জনপ্রিয়তা পান ‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে। ‘কেজিএফ অধ্যায় এক’ ও ‘কেজিএফ অধ্যায় দুই’-এ রকি ভাই চরিত্রে তার অভিনয় ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন বক্স অফিস সাফল্য এনে দেয়।
ভেঙ্কট কে নারায়ণ ও যশের প্রযোজনায়, কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের ব্যানারে নির্মিত ‘টক্সিক’ আগামী ১৯ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ঈদ, উগাদি ও গুড়ি পড়বা উপলক্ষে বিশেষ উৎসবের উপহার হিসেবে মুক্তি পাবে ‘টক্সিক’।