প্রকাশিত:
১০ জানুয়ারী, ২০২৬

গত ১৭ ডিসেম্বর ছিল চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মদিন। এবারের জন্মদিনটি তাঁর জন্য ছিল বিশেষ কিছু। দীর্ঘদিনের আবাসস্থল অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজান নেহানকে নিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। মূলত ছেলের আবদার মেটাতেই এই সফর। সেখানে পৌঁছানোর পর তিনি প্রিয় সহকর্মী ও অভিনেতা অমিত হাসানের নিউ ইয়র্কের বাসায় আতিথ্য গ্রহণ করেন।
শাবনূরের আমেরিকায় আসার খবর পেয়ে নিজেকে আর স্থির রাখতে পারেননি বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। একগুচ্ছ তাজা গোলাপ হাতে নিয়ে তিনি ছুটে যান অমিত হাসানের বাসায়। দীর্ঘ কয়েক বছর পর একে অপরকে সামনে পেয়ে দুই অভিনেত্রীই আবেগাপ্লুত হয়ে পড়েন।
শাবনূর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই পুনর্মিলনের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, মৌসুমীকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন শাবনূর। উচ্ছ্বসিত কণ্ঠে শাবনূর বলেন, "অনেক দিন পর মৌসুমী আপুর সাথে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!" অন্যদিকে মৌসুমীও তাঁর প্রিয় ছোট বোনকে কাছে পেয়ে স্মৃতিচারণায় মেতে ওঠেন।
যুক্তরাষ্ট্রের এই সফরে শাবনূরের সময় কাটছে কেবল মৌসুমী বা অমিত হাসানের সাথেই নয়; তাঁর সাথে দেখা হয়েছে চিত্রনায়ক কাজী মারুফ, মামুন ইমন এবং চিত্রনায়িকা রেসী সহ আরও অনেক প্রবাসীর সাথে। ঘরোয়া আড্ডা আর ডিনার পার্টিতে তাঁরা যেন নিউ ইয়র্কের বুকেই এক টুকরো ঢাকাই চলচ্চিত্রকে পুনর্জীবিত করছেন।
চিত্রনায়িকা মৌসুমী কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। তাঁর সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে শাবনূর বললেন, ‘অনেক দিন পর মৌসুমী আপুর সঙ্গে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে! কত গল্প যে করেছি। মনে হচ্ছিল, সময়টা খুব দ্রুত শেষ হয়ে গেছে।’
শুধু চলচ্চিত্রের মানুষ নয়, যুক্তরাষ্ট্রে তাঁর আত্মীয়স্বজনের অনেকেও থাকেন। তাঁদের সঙ্গেও নিয়মিত দেখা করছেন তিনি। দীর্ঘদিন পর যেহেতু যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়া, তাই কাজ বা অন্য কোনো ব্যস্ততা নেই—পুরোটাই কাটছে ঘোরাঘুরি, আড্ডা আর পরিবার-পরিজনের সঙ্গে সময় দিয়ে।
প্রায় মাসখানেক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাবনূর। আরও কয়েক দিন থাকবেন বলেও জানিয়েছেন। এর আগে এক দশক আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে এবারের সফরটা তাঁর কাছে একেবারেই আলাদা। শাবনূর জানালেন, এবারে আনন্দটা অনেক বেশি, অনুভূতিগুলোও বেশ গভীর।’
ভক্তদের মনে একটাই প্রশ্ন—শাবনূর কি তবে নতুন কোনো সিনেমা নিয়ে ফিরছেন? যদিও তাঁর অভিনীত ‘রঙ্গনা’ সিনেমার কিছু অংশ সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে, তবে তিনি পুরোপুরি অভিনয়ে ফিরবেন কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।