প্রকাশিত:
২ ঘন্টা আগে

জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির একটি গায়ে হলুদের ভিডিও গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। পাবনার ভাঙ্গুড়ায় নতুন সিনেমার শুটিং চলাকালীন গোপনে ধারণ করা এই ভিডিওটি ফাঁস হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। কেউ একে সিনেমার প্রচারণার কৌশল মনে করছেন, আবার কেউবা শুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন।
জানা গেছে, শুটিং সেট থেকে কে বা কারা ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করে দিয়েছেন। ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি নাচে গানে ভরপুর। এরইমধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গায়ে হলুদের সাজে পূজার লুক তার ভক্ত-অনুরাগীদের মন ভরিয়েছে। মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।
অনুসন্ধানে জানা গেছে, এটি কোনো বাস্তব জীবনের অনুষ্ঠান নয়, বরং রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি দৃশ্যের শুটিং। গত কয়েক দিন ধরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন লোকেশনে এই সিনেমার দৃশ্য ধারণ করা হচ্ছে। এর আগে এই সিনেমার শুটিং সেট থেকে অভিনেতা আফরান নিশোর সঙ্গেও পূজার একটি ছোট্ট ভিডিও ফাঁস হয়েছিল।
শুটিং স্পটে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে, ভাঙ্গুড়ায় শুটিং দেখতে প্রতিদিন শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। ধারণা করা হচ্ছে, শুটিং চলাকালে জনতার ভিড় থেকে কেউ গোপনে মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করে ফেসবুকে আপলোড করেছেন। এরপর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ভাইরাল হওয়া প্রসঙ্গে সিনেমার পরিচালক রেদওয়ান রনির পক্ষ থেকে সরাসরি কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে ইউনিটের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, শুটিংয়ের দৃশ্য এভাবে ফাঁস হয়ে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন আফরান নিশো ও পূজা চেরি। সিনেমাটিতে আরও একটি বড় চমক হিসেবে থাকছেন চঞ্চল চৌধুরী। এছাড়া দীর্ঘ এক দশক পর এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। সব মিলিয়ে বড় বাজেটের এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে এখন আকাশচুম্বী আগ্রহ।