প্রকাশিত:
১ ঘন্টা আগে

বাংলাদেশ ক্রিকেটে চলমান প্রশাসনিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়লো বিপিএলে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য ঘিরে ক্রিকেটারদের ক্ষোভ ও কোয়াবের কঠোর অবস্থানের কারণে খেলোয়াড়রা মাঠে না নামায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড।
বিসিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সব ফ্রাঞ্চাইজিকে জানানো হবে। খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় টুর্নামেন্ট চালিয়ে যাওয়া বাস্তবসম্মত নয় বলেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর প্রভাব পড়ে দিনের নির্ধারিত ম্যাচগুলোতেও। সন্ধ্যায় মিরপুরে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচ মাঠে গড়ায়নি। একই কারণে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচও পরিত্যক্ত হয়।
এর আগে ক্রিকেটারদের সংগঠন কোয়াব এক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, নাজমুল ইসলাম পদত্যাগ না করলে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগের লিখিত প্রতিশ্রুতি না দিলে ক্রিকেটাররা মাঠে ফিরবেন না।
তিনি বলেন, “আমরা কোনো সংঘাতে যেতে চাই না, কিন্তু ক্রিকেটারদের সম্মান ও অধিকার নিয়ে আপস করবো না। বোর্ড যদি আমাদের দাবিগুলো মেনে নেয়, তাহলে আমরা খেলার জন্য প্রস্তুত। না হলে আন্দোলন চলবেই।”