প্রকাশিত:
১২ জানুয়ারী, ২০২৬

প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব জিতলেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেতা টিমোথি শ্যালামে। বেস্ট পরফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর ইন আ মোশন পিকচার, ড্রামা বিভাগে ‘মার্টি সুপ্রিম’ সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি। এ বিভাগে শ্যালামের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
হলিউডে গত তিন দশক ধরে লিওনার্দো ডিক্যাপ্রিও ছিলেন সাফল্যের এক অপ্রতিদ্বন্দ্বী নাম। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সিংহাসনে ভাগ বসিয়েছেন তরুণ অভিনেতা টিমোথি শ্যালামে। গোল্ডেন গ্লোব ২০২৬-এর মঞ্চে ডিক্যাপ্রিওকে সরাসরি পরাজিত করার পাশাপাশি বক্স অফিসেও তার বহু পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন এই অভিনেতা।
গত রবিবার অনুষ্ঠিত ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে 'সেরা অভিনেতা' (মিউজিক্যাল বা কমেডি) বিভাগে মনোনীত ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং টিমোথি শ্যালামে দুজনেই। ডিক্যাপ্রিও তার আলোচিত সিনেমা 'ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার' (One Battle After Another)-এর জন্য ফেভারিট থাকলেও, শেষ পর্যন্ত ট্রফিটি জিতে নেন শ্যালামে।
পুরস্কার গ্রহণের সময় আবেগঘন কণ্ঠে শ্যালামে বলেন, ‘আমার বাবা ছোটবেলা থেকেই আমাকে কৃতজ্ঞ থাকার শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, “যা আছে, তার জন্য সব সময় কৃতজ্ঞ থাকবে।” সেই শিক্ষাই আমাকে আগের পুরস্কার অনুষ্ঠানগুলোয় খালি হাতে ফিরেও মাথা উঁচু করে থাকতে শিখিয়েছে। সত্যি বলতে কি, ওই হারগুলোই আজকের এই মুহূর্তকে আরও মধুর করে তুলেছে।’
শ্যালামে ডিক্যাপ্রিওর প্রতি সম্মান জানিয়ে বলেন, "আমি আপনাদের সবার কাজ দেখে বড় হয়েছি। এই ক্যাটাগরিতে লিওনার্দোর মতো লিজেন্ডের সাথে থাকাটাই আমার জন্য সম্মানের।" অন্যদিকে, ডিক্যাপ্রিওকেও দেখা গেছে হাসিমুখে ছোট ভাইকে অভিবাদন জানাতে।
ব্যক্তিগত পুরস্কারের বাইরেও শ্যালামের বক্স অফিস রেকর্ড এখন আকাশচুম্বী। গত এক বছরে শ্যালামের সিনেমাগুলো বিশ্বজুড়ে যে ব্যবসা করেছে, তা ডিক্যাপ্রিওর ক্যারিয়ারের স্বর্ণযুগকেও চ্যালেঞ্জ জানাচ্ছে।
হলিউড এখন এক প্রজন্মের পরিবর্তন দেখছে। ডিক্যাপ্রিও যখন তার কিংবদন্তি ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করছেন, তখন শ্যালামে দেখা দিচ্ছেন ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে। বক্স অফিস এবং সমালোচক—উভয় দিক থেকেই এখন শ্যালামের জয়জয়কার।