প্রকাশিত:
গতকাল

বলিউডের ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর কি তবে সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? গত কয়েকদিন ধরে বিটাউনের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। খবর চাউর হয়েছে যে, দীর্ঘদিনের প্রেমিক এবং চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন শক্তি-কন্যা। আর এই রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে রাজস্থানের তিলোত্তমা শহর উদয়পুরে।
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন শ্রদ্ধা।তবে সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এক ভক্তের বিয়ের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টই বলেন, ‘আমি বিয়ে করছি।
ক্যামেরার পেছনে রাজত্ব করা রাহুল মোদি বলিউডের একজন সফল চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় সিনেমার গল্পের কারিগর তিনি। ২০২৪ সালের শুরু থেকেই বিভিন্ন ডিনার ডেট, প্রাক-বিবাহ অনুষ্ঠান এবং ছুটির দিনে এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। যদিও তারা আনুষ্ঠানিকভাবে কখনো সম্পর্কের সিলমোহর দেননি।
প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—বলিউড তারকাদের কাছে রাজকীয় বিয়ের জন্য রাজস্থান সব সময়ই প্রিয়। শোনা যাচ্ছে, উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদ বা লেক-সাইড রিসোর্টে বিয়ের প্রাথমিক পরিকল্পনা চলছে। পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায়, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই যুগলের।
শ্রদ্ধা কাপুর বরাবরই তার স্নিগ্ধতা ও সাধারণ জীবনযাপনের জন্য জনপ্রিয়। তার বিয়ের খবরে একদল ভক্ত যেমন আনন্দিত, তেমনি ‘ন্যাশনাল ক্রাশ’কে হারানোর বেদনায় অন্যদল বিরহকাতর।
যদিও এখনো শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।