প্রকাশিত:
১৫ অক্টোবর, ২০২৫

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের তরুণ অংশগ্রহণকারীরা।
জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার মাসব্যাপী এই ফেলোশিপ প্রোগ্রামের অংশ হিসেবে তারা ঢাকা শহরের স্যানিটেশন সমস্যা নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় গত ১৪ আগস্ট ২২৪ জন নাগরিকের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান করা হয়।
তিনি বলেন, স্মারকলিপিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম গ্রহণ করেন এবং সেসময় গণশৌচাগারগুলোর সংস্কার ও মেরামতের কাজ শুরু হয়েছে বলে আশ্বাস দেন। কিন্তু দুই মাস পার হলেও আজও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বিষয়টি আমাদের জন্য হতাশাজনক।
দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, ড্রেনেজ, পয়োনিষ্কাশন ও শৌচাগার ব্যবস্থা নগর সভ্যতার অন্যতম ভিত্তি হলেও ঢাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। এই মৌলিক সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যৌথভাবে কাজ করছি।
সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে— জরুরি ভিত্তিতে গণশৌচাগার মেরামত ও সংস্কার করা; নারীদের জন্য ব্যবহারোপযোগী ও নিরাপদ শৌচাগার নিশ্চিত করা; সঠিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা চালু করা; ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, জাতীয় যুবশক্তির ইনজামুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মৌসুমী শেখ, মল্লিক ওয়াসি উদ্দিন তামী, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া এবং ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আনিকা আনজুম অর্ণি।