প্রকাশিত:
২৭ ডিসেম্বর, ২০২৫

বিমানবন্দর কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাইভার্ট করা ফ্লাইটগুলোর মধ্যে ৩টি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, ৪টি ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।
এদিকে, বিলম্বিত ও ডাইভার্টেড ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে। পাশাপাশি যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।