news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

জাতীয়

অনিবন্ধিত মোবাইল ফোন ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ

Next.js logo

প্রকাশিত:

১১ ডিসেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

মোরশেদ মন্ডল : অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা সরকার বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব অনিবন্ধিত মোবাইল ফোন আগামী ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। তবে পূর্ব ঘোষণার মতো ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকর হবে।

Thumbnail for অনিবন্ধিত মোবাইল ফোন ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ
ইনকিলাব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সঙ্গে তিনদিন ধরে আলোচনা শেষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা নেই। কত পুরোনো এবং কোন মডেলের ফোন আমদানি করা যাবে, তা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত দেবে। তবে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আমদানির বিষয়ে জানাতে হবে। সব পক্ষকে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে লিখিতভাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে জানাতে বলা হয়েছে।

এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতা করবে। আমদানিকারক ও উৎপাদনকারীরা একসঙ্গে বসে সরকারকে লিখিতভাবে জানাবে।

মন্ত্রণালয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে, এ সিদ্ধান্তের পর আইনশৃঙ্খলা নষ্ট করার কোনো অপচেষ্টা থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

অনিবন্ধিত মোবাইল ফোন ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ