প্রকাশিত:
১ ঘন্টা আগে

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেন।
বৈঠক শেষে সিইসির সঙ্গে আলোচনা নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে। আমরা ইসির কাছে তফসিলের সময়সূচি জানতে চেয়েছি। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিয়েছে ইসি, অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি কতটুকু সে বিষয়েও প্রশ্ন ছিল।
গোলাম পরওয়ার বলেন, কমিশন সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছে নির্বাচন সুষ্ঠু করার। ইসি আশ্বস্ত করেছে এই সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। রমজানের আগেই ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তফসিলের আগেই এ বিষয় নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণকারী কর্মকর্তা বাছাইয়ে নিরপেক্ষতা রাখবে বলে কমিশন আশ্বস্ত করেছেন।
কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জামায়াতকে ইসি আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, অবৈধ অস্ত্র নিয়ে যারা ভোটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে ব্যাপারে গ্রেফতারের বিষয়ে কমিশনের পদক্ষেপ কী, প্রবাসী ভোটারদের ভোটদানে রেজিস্ট্রেশনকে আরও সহজীকরণ কীভাবে করা যায় তা নিয়ে ইসির কাছে আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেছে। তফসিল ঘোষণার প্রাক্কালে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এবার জামায়াতের সঙ্গে এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।