প্রকাশিত:
৯ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে, তার কোনো ভিত্তি নেই। তিনি বলেন, তফসিলের আগে তাঁদের পদত্যাগের আভাসও শোনা গেছে, তবে নিয়ম স্পষ্ট—সরকারের পদে থেকে কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না, আর প্রচারণায় অংশ নেওয়া না গেলে প্রার্থী হওয়াও সম্ভব নয়। অর্থাৎ, উপদেষ্টা পদে থাকা অবস্থায় কেউই জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু তফসিল ঘোষণার অপেক্ষা। আসন বিন্যাস, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার তালিকা, প্রায় ২০টির মতো পরিপত্র—যেমন মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেট নিয়োগ, মনিটরিং সেল, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, আইনশৃঙ্খলা সেল ইত্যাদির ফরমেটও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। তফসিল ঘোষণার পর থেকেই সবার জন্য সমান সুযোগ তৈরির দায়িত্ব কমিশনের ওপর বর্তাবে। তিনি আরও জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।