প্রকাশিত:
৯ ডিসেম্বর, ২০২৫

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের করা আবেদনের শুনানি শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুই গাড়ি ও ১৯০ শতাংশ জমি জব্দের আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম জানান, জব্দ করা জমিগুলো ঢাকার আশুলিয়া ও দোহার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৭০০ টাকা। জব্দকৃত দু’টি গাড়ির মধ্যে একটি ৭৩ লাখ টাকার এবং অন্যটি ৮৮ লাখ ২২ হাজার ৫২৮ টাকা মূল্যের; পরের গাড়িটি বর্তমানে ধানমন্ডি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
দুদকের পক্ষে উপপরিচালক আফরোজা হক খান আবেদনটি করেন। আবেদনে বলা হয়, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ১৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫৭৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ৪৩৬ টাকা লেনদেনের অভিযোগে মামলা চলছে।
তদন্তে জানা গেছে, তিনি অবৈধ সম্পদ অন্যত্র বিক্রি, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তদন্তের স্বার্থে এই সম্পদগুলো জব্দ না করা হলে পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা কঠিন হয়ে পড়বে এবং এতে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।