প্রকাশিত:
১৩ জানুয়ারী, ২০২৬

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের কবলে পড়লেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট জমির ওপর নির্মিত পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিকসূত্রে প্রাপ্ত দোতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুট আয়তনের চারতলা একটি ভবন। ওই ভবনে মমতাজ চক্ষু হাসপাতাল রয়েছে।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।
অভিযোগ অনুসন্ধানে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান থাকায় ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা একান্ত প্রয়োজন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মমতাজ বেগম আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় পলাতক থাকার পর ২০২৫ সালের মে মাসে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি দুর্নীতির পাশাপাশি একাধিক হত্যা মামলায় কারাগারে বন্দি রয়েছেন।
আদালতের আজকের এই আদেশের পর তাঁর এই বিশাল স্থাবর সম্পত্তির নিয়ন্ত্রণ এখন আইনিভাবে রাষ্ট্রের হাতে চলে গেল।