প্রকাশিত:
২৩ অক্টোবর, ২০২৫

বৃহস্পতিবার সকালে চার ক্রিকেটারের সাথে চট্টগ্রামে পাঠানো হয় অলরাউন্ডার সাইফ উদ্দিনকে। কিন্তু সন্ধ্যায় বিস্ময়করভাবে জানতে পারেন, তাকে রাখা হয়নি চূড়ান্ত স্কোয়াডে। একইভাবে বাদ পড়েছেন সৌম্য সরকারও। আফগানিস্তান সিরিজের দলে থাকলেও সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতায় তিনি মাঠে নামতে পারেননি, এবার খেলায় সুযোগ না পেয়ে হারালেন জায়গা।
অন্যদিকে, তিন সপ্তাহের পুনর্বাসন শেষে প্রত্যাশিতভাবেই ফিরেছেন লিটন দাস। ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে সাইড স্ট্রেইন ইনজুরিতে ছিটকে পড়েছিলেন তিনি। সেই চোট পেছনে ফেলে গেল কয়েকদিন মিরপুরে নিয়মিত ব্যাটিং অনুশীলন শেষে দলে ফিরছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
সকালে সাইফ উদ্দিনের সাথে চট্টগ্রাম গেছেন লিটন দাস, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন ইমন। ওয়ানডে স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা যোগ দেবেন শুক্রবার সকালে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।