প্রকাশিত:
১০ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের একজন প্রতিনিধির কাছ থেকে জানা যায়, আইসিসি থেকে বিশ্বকাপের লোকাল অর্গানাইজিং কমিটির কাছেও বিসিবির ই-মেইল পাঠানো হয়েছে। একারণে অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা। । বাংলাদেশের ম্যাচ গুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুমোদন আইসিসি দেবে কিনা জানে না বিসিবি। তবে এই অনিশ্চয়তার মাঝেও বিশ্বকাপ খেলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হচ্ছে বিসিবিকে।
২০২৬ সালের দশম টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রয়োজনীয় ডকুমেন্টও দেওয়া হয়েছে আইসিসিকে। বিশ্বকাপ দলের পোশাক, খেলার সামগ্রী প্রস্তুত রাখা হবে বলে জানান বিসিবির একজন কর্মকর্তা। ভিসা প্রক্রিয়াও এগিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে সেটা ধরে নিয়েই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে যাতে করে আইসিসি শেষ মুহূর্তেও ভেন্যু পরিবর্তনের অনুমোদন দিলে যেন লজিস্টিক্যাল সমস্যায় পড়তে না হয় , বলে জানিয়েছেন জাতীয় দলসংশ্লিষ্ট এক কর্মকর্তা।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, ২০২৬। ২০ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৮ মার্চ। এবারের টি-২০ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম তিনটি ম্যাচ রাখা হয়েছে। এই ভেন্যুতেই মব সন্ত্রাসের সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।
টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ রাজি হলেও কলকাতায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। কলকাতায় নিরাপত্তা ঝুঁকি বেশি থাকায় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই বিষয়টিকেই সামনে রেখে আইসিসিতে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে বিসিবি।
একটি সূত্রে জানা গেছে, বিসিসিআইর প্রভাবে বিসিবির অনুরোধ আইসিসিতে উপেক্ষিত হতে পারে।