প্রকাশিত:
৩ ডিসেম্বর, ২০২৫

বোলাররা পাকিস্তানের ইনিংস চেপে ধরলেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ মেয়েদের ব্যাটিং বিভাগ। ৮৮ রানে প্রতিপক্ষকে থামিয়েও ব্যাটিং ভরাডুবিতে ১৩ রানে হারতে হলো স্বাগতিকদের।
কক্সবাজারে ৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে যায়। ইনিংসের শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে দল স্কোরবোর্ডে তোলে মাত্র ২২ রানে ৪ উইকেট। শেষ দিকে অরিত্রি নির্জনা মণ্ডলের ২০ ও সাদিয়া আক্তারের ১৬ রানের ইনিংস কিছুটা ব্যবধান কমালেও দলকে আর জয়ের কাছে নিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
ফলে প্রথম টি–টোয়েন্টিতে ১৩ রানে পরাজয় বরণ করতে হয় স্বাগতিক দলকে। পাকিস্তানের হয়ে শাহার বানু নেন সর্বোচ্চ ৩ উইকেট।
এর আগে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন জারিন তাসনিম লাবণ্য। তার ৪ উইকেটের ঝলকে ৮৮ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক ইমা নাসিরের ব্যাট থেকে, আর ২২ রান যোগ করেন আরিশা আনসারি।