প্রকাশিত:
৫ ডিসেম্বর, ২০২৫

শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র।
সময়: স্থানীয় সময় দুপুর ১২টা / বাংলাদেশ সময় রাত ১১টা
সভাপতিত্ব: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
উপস্থিত থাকবেন: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
প্রচার: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ফিফা ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে
ফিফা জানিয়েছে, ড্র শেষে পরদিন (৬ ডিসেম্বর) প্রকাশ করা হবে পুরো সূচি।
বিশ্বকাপে অংশ নিচ্ছে যারা:
২০২৬ আসরে মোট ৪৮ দল খেলবে ১২টি গ্রুপে। এর মধ্যে ৪২টি দল ইতোমধ্যে নিশ্চিত, বাকি ৬টি দল আসবে আগামী মার্চের উয়েফা প্লে-অফ ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে।
আয়োজক দেশ: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান
সিএএফ (আফ্রিকা): আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া
কনক্যাকাফ: কুরাসাও, হাইতি, পানামা
কনমেবল: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে
ওএফসি: নিউজিল্যান্ড
উয়েফা (ইউরোপ): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড
এখনও ফাঁকা ৬ স্থান। যেখানে উয়েফার ১৬ দলের প্লে-অফ থেকে আসবে ৪টি দল। বাকি ২টি দল আসবে বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনামের মধ্যকার প্লে-অফ থেকে।
কোন পটে কারা?
পট–১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি
পট–২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া
পট–৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা
পট–৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, চারটি উয়েফা প্লে-অফ বিজয়ী দল, দুইটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ দল
ড্র কীভাবে হবে?
আয়োজক তিন দেশ মেক্সিকো (এ), কানাডা (বি) ও যুক্তরাষ্ট্র (ডি) ইতোমধ্যে তাদের গ্রুপে স্থির।
বাকি ৯ দল যাবে সি থেকে এল পর্যন্ত গ্রুপে। একই মহাদেশের দুটি দল একই গ্রুপে পড়বে না,
ব্যতিক্রম: উয়েফা, যেহেতু তাদের দল বেশি, এদের একই গ্রুপে দুটি দল থাকতে পারে। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা পথে রাখা হবে, যাতে সেমিফাইনালের আগে তারা মুখোমুখি না হয়।
প্রক্রিয়াটি হবে বলভিত্তিক ড্র: প্রথমে পট–১ থেকে ১২টি দল উঠে যাবে ১২ গ্রুপে, এরপর পর্যায়ক্রমে পট–২, ৩ ও ৪।
ড্র অনুষ্ঠানে তারকারা: ড্র অনুষ্ঠান শুধু গ্রুপ নির্ধারণেই সীমাবদ্ধ নয়। বরং এটি হবে জমকালো এক শো।মঞ্চে থাকছেন সঞ্চালক: হাইডি ক্লুম ও কেভিন হার্ট। পারফরমার: ড্যানি রামিরেজ, আন্দ্রে বোসেল্লি, রবি উইলিয়ামস, নিকোল শেরজিঙ্গার। ড্র শেষে আইকনিক ব্যান্ড ভিলেজ পিপল পরিবেশন করবে YMCA।হাইডি ক্লুম ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ ড্র-ও সঞ্চালনা করেছিলেন। দুই দশক পর আবার সেই দায়িত্ব পেয়ে তিনি উচ্ছ্বসিত।