প্রকাশিত:
১০ জানুয়ারী, ২০২৬

টানা হারের গ্লানি মুছে অবশেষে জয়ের মুখ দেখল নোয়াখালী কিংস। বিপিএল-এর চলতি আসরে আগের ছয়টি ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে ছিল দলটি। তবে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী রংপুর রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে আসরে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করল নোয়াখালী।
মরুর বুকে যেন এক পশলা বৃষ্টি, অবশেষে নোয়াখালী পেল স্বস্তি। বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে দলটা। টানা ছয় হারের পর আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস।
শুক্রবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালীর কাছে ৯ রানে হেরেছে রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৮ রান তুলে নোয়াখালী। বিপরীতে ৯ উইকেটে ১৩৯ রানেই শেষ হয় রংপুরের ইনিংস।
গ্যালারিতে নোয়াখালীর সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় দলের জয় তাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই ছন্দ ধরে রাখতে পারলে সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।