প্রকাশিত:
২ ডিসেম্বর, ২০২৫

পুরো বিষয়টি নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচ হান্নান সরকার জানান, নিলামের শুরুতে মুশফিক তাদের মূল পরিকল্পনার অংশ ছিলেন না। তার ভাষায়, ‘নিলামে সব সময়ই নিজের ভাবনা অনুযায়ী দল গঠন করা যায় না। শুরু থেকেই মুশফিক আমার স্কিমে ছিল—এ কথা বললে সত্য হবে না।’
তবে পরে পরিস্থিতি বদলে যায়। হান্নান বলেন, ‘যখন দেখলাম প্রথম দফায় আমাদের পরিকল্পনা অনুযায়ী দল সাজানো যায়নি এবং মুশফিকের মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়কে নেওয়ার সুযোগ রয়েছে, তখন পরের রাউন্ডগুলোতে সেটার দিকে গুরুত্ব দিয়েছি।’
তিনি আরও জানান, প্রয়োজনে মুশফিকের পেছনে আরও বাজেট বাড়াতেও তারা প্রস্তুত ছিলেন। ‘শেষ দিকে যাদের পাওয়া যাচ্ছিল, তারা কেউই মুশফিকের ধারের কাছে ছিল না। তাই সেখানে আমি ছাড় দিয়েছি। ভেবেছিলাম—যদি তরুণদের কাউকে পাই, ঠিক আছে; না হলে মুশফিকের জন্যেই অপেক্ষা করব।’
নিলামের শেষ ভাগে এসে তাকে দলে পেতে কঠিন লড়াইয়ে নামতেও প্রস্তুত ছিলেন কোচ। ‘সবারই বাজেটের টাকা অবশিষ্ট ছিল। আমারও যা টাকার ব্যবস্থা ছিল, তা খরচ করতে বাধা ছিল না। হিসাব করে মুশফিকের জন্য আলাদা বাজেট রেখেছিলাম এবং দরকার হলে ১ কোটি টাকা পর্যন্ত যেতে প্রস্তুত ছিলাম। ভাগ্য ভালো, কম দামেই আমরা মুশফিককে দলে নিতে পেরেছি।