প্রকাশিত:
২ ডিসেম্বর, ২০২৫

রাঁচিতে ১৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন কোহলি। পুরস্কার নিয়ে তিনি যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, পথেই দাঁড়িয়ে ছিলেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু কোহলি মোবাইলে চোখ রেখে গম্ভীরকে সম্পূর্ণ এড়িয়ে ভেতরে ঢুকে যান। গম্ভীর অবশ্য তার দিকে তাকিয়ে ছিলেন, সম্ভবত কথা বলার প্রত্যাশায়। কিন্তু কোহলি কোনো সাড়া দেননি।
হোটেলে দলের বিজয়োৎসবেও দেখা গেল একই চিত্র। অধিনায়ক লোকেশ রাহুল কেক কাটছেন, সতীর্থরা ও কর্মীরা কোহলিকে ডাকছেন, তবু তিনি উদ্যাপন থেকে নিজেকে সরিয়ে রাখলেন। ধারণা করা হচ্ছে, সেখানে গম্ভীরের উপস্থিতিই তার অস্বস্তির কারণ।
মজার বিষয় হলো, কোহলির শতরানের মুহূর্তে ড্রেসিংরুমে বসে হাততালি দিতে দেখা গেছে গম্ভীরকে। এমনকি কোহলি আউট হয়ে ফেরার পর তিনি তাকে জড়িয়ে ধরেন। কিন্তু মাঠের সেই সৌহার্দ্য মাঠের বাইরে টিকেনি, এমন ছবিই ফুটে উঠেছে পুরো ঘটনার পরতে পরতে।