প্রকাশিত:
১০ ডিসেম্বর, ২০২৫

নিজেদের সরিয়ে নেওয়া কিংবা অবসরের কারণে এবার নিলামের টেবিলে ঝড় তুলবেন না এই ৫ কিংবদন্তি ক্রিকেটার:
১. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ‘দ্য বিগ শো’ খ্যাত ম্যাক্সওয়েল নিজেই ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন যে তিনি এবারের নিলামে অংশ নিচ্ছেন না। গত মৌসুমে ৪ কোটি ২৫ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস, তবে এবার তারা তাকে ছেড়ে দেয়। আইপিএলে ১৩ মৌসুমে ৪টি ভিন্ন দলের হয়ে মাঠ মাতানো এই অজি অলরাউন্ডারকে এবার মিস করবেন ভক্তরা।
২. আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) আইপিএলের ইতিহাসে অন্যতম বিধ্বংসী এই ব্যাটারের অধ্যায় শেষ হলো। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে খেলোয়াড় হিসেবে ছেড়ে দিলেও, সম্পর্ক অটুট থাকছে। রাসেল ২০২৬ মৌসুমে কেকেআর-এর ‘পাওয়ার কোচ’ হিসেবে নতুন ভূমিকায় থাকবেন। ১১৫ ইনিংসে ২২৩টি ছক্কা হাঁকানো রাসেলের মাসেল-পাওয়ার আর মাঠে দেখা যাবে না।
৩. ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা) দিল্লি ক্যাপিটালস রিলিজ দেওয়ার পর নিলামে নাম না লিখিয়ে ভিন্ন পথে হাঁটলেন ফাফ ডু প্লেসি। আইপিএলের বদলে তিনি বেছে নিয়েছেন পিএসএল-কে। আইপিএলে ১৫৪টি ম্যাচ খেলা এবং ৪টি দলের হয়ে প্রতিনিধিত্ব করা প্রোটিয়াদের সাবেক এই অধিনায়কের অভিজ্ঞতা এবার মিস করবে টুর্নামেন্ট।
৪. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) আইপিএলের শুরু অর্থাৎ ২০০৯ সাল থেকে প্রতিটি মৌসুমে খেলা রবিচন্দ্রন অশ্বিন এবার অবসরের ঘোষণা দিয়েছেন। চেন্নাই, পুনে, পাঞ্জাব, দিল্লি ও রাজস্থানের জার্সিতে স্পিন ভেলকি দেখানো এই অভিজ্ঞ ভারতীয় স্পিনারকে আর আইপিএলের বাইশ গজে দেখা যাবে না।
৫. মঈন আলী (ইংল্যান্ড) ফাফ ডু প্লেসির মতো ইংলিশ অলরাউন্ডার মঈন আলীও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ৮ মৌসুমের আইপিএল ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন চেন্নাই সুপার কিংসে। তার কার্যকরী স্পিন ও ব্যাটিং এবার দেখা যাবে না।