প্রকাশিত:
২ ঘন্টা আগে

সম্প্রতি দিল্লিতে নানকু ও করুণের একটি কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানি সিং। মঞ্চে পারফর্ম করার সময় দিল্লির হাড়কাঁপানো শীত নিয়ে কথা বলতে গিয়ে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অশ্রাব্য শব্দ ব্যবহার করে তিনি দর্শকদের বলেন, "দিল্লিতে এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।" তবে এখানেই থেমে থাকেননি তিনি; এর সঙ্গে ‘নিরাপদ’ থাকার জন্য কনডম ব্যবহারের পরামর্শও যোগ করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ দর্শকদের বড় একটি অংশ হানি সিংয়ের এমন আচরণকে ‘ভিমরতি’ এবং ‘অসভ্যতা’ বলে আখ্যা দিয়েছেন।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, “বয়স বাড়লে এমন ভিমরতিই হয়!” অন্য একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “এতটাই জঘন্য কথা যে কারও সামনে বসে ভিডিওটি দেখার উপায় নেই।”
তবে ভক্তদের একটি অংশ হানি সিংয়ের পক্ষ নিয়ে বলছেন, তিনি মজার ছলে এবং সচেতনতার কথা মাথায় রেখেই এটি বলেছেন। তাদের মতে, আধুনিক যুগে যৌনতা নিয়ে আলোচনা করা কোনো অপরাধ নয়।
ভাংড়া এবং বলিউড র্যাপ সংগীতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা হানি সিংয়ের ক্যারিয়ারে উত্থান-পতন কম নয়। 'ককটেল' বা 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো সিনেমায় ব্লকবাস্টার গান উপহার দিয়ে তিনি একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক ছিলেন। মাঝখানে মাদকাসক্তি এবং রিহ্যাব-জীবনের জন্য দীর্ঘকাল লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি। কামব্যাক করার পর যখন ভক্তরা তার নতুন গানের অপেক্ষায়, ঠিক তখনই এমন অশ্লীল মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম দিলেন তিনি।
বিতর্ক তুঙ্গে থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত হানি সিংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।