প্রকাশিত:
২ ঘন্টা আগে

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ ফুটসাল নারী ও পুরুষ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। গতকাল পুরুষ বিভাগে ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে নারী বিভাগে বাংলাদেশের কাছেই পাত্তাই পায়নি ভারত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনডোর স্টেডিয়াম হুয়ামার্কে ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলার মেয়েরা। বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। দলের পক্ষে জোড়া গোল করেন তিনি।
ম্যাচের বাঁশি বাজার পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মাঝমাঠে মারিয়া মান্ডা ও মনিকা চাকমার নিখুঁত পাসিংয়ে বারবার ভারতীয় রক্ষণভাগ তছনছ হয়ে যাচ্ছিল। ম্যাচের ১৮ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে ডি-বক্সের ভেতরে বল পান সাবিনা খাতুন। অত্যন্ত ঠান্ডা মাথায় প্লেসিং শটে বল জালে জড়ান তিনি।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের ৩৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তহুরা খাতুন। তবে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল দ্বিতীয়ার্ধের ৬০ মিনিট। মাঝমাঠ থেকে একাই বল কাটিয়ে ভারতের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন সাবিনা। এই জোড়া গোলের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে দক্ষিণ এশিয়ার সেরা স্ট্রাইকার বলা হয়।
ম্যাচের শেষ দিকে ভারত গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। ৭০ মিনিটে একটি গোল শোধ করে ভারত ব্যবধান ৩-১ এ নামিয়ে আনে। তবে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার দুর্দান্ত কয়েকটি সেভ ভারতের সমতায় ফেরার সব আশাই গুঁড়িয়ে দেয়। রক্ষণভাগে শিউলি আজিম ও মাসুরা পারভীন ছিলেন চীনের প্রাচীরের মতো অনড়।
ম্যাচ শেষে জয়ের নায়ক সাবিনা খাতুন বলেন, "এই জয় পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। ভারতের বিপক্ষে জেতা সব সময়ই স্পেশাল। আমাদের লক্ষ্য এখন শিরোপা ধরে রাখা।" কোচ পিটার জেমস বাটলার দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "মেয়েরা আজ মাঠে তাদের সেরাটা দিয়েছে। কৌশলগতভাবে আমরা ভারতের চেয়ে অনেক এগিয়ে ছিলাম।"