প্রকাশিত:
১ ঘন্টা আগে

উদ্ভূত পরিস্থিতিতে নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে বিসিবি। অন্যদিকে, তিনি পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স ও খরচ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম মন্তব্য করেন, “তারা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি।”
এছাড়া কয়েকদিন আগে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করে চরম আপত্তিকর মন্তব্য করেন তিনি। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালকের এমন মন্তব্যকে 'অপেশাদার' ও 'ব্যক্তিগত আক্রমণ' হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বুধবার রাতে জুমে এক জরুরি সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (CWAB)। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন সাফ জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুর ১টায় বিপিএলের ম্যাচের আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না।
মিঠুন বলেন, “একজন বোর্ড পরিচালক যেভাবে প্লেয়ারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, তা মেনে নেওয়া যায় না। উনি যদি কালকের ম্যাচের আগে পদত্যাগ না করেন, তবে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।”
পরিস্থিতি বেগতিক দেখে বুধবার রাতেই আনুষ্ঠানিক বিবৃতি দেয় বিসিবি। বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্যের দায় বিসিবি নেবে না।
বোর্ড মনে করে নাজমুল ইসলামের মন্তব্য অনুচিত ও আপত্তিকর। এর জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
নাজমুল ইসলামকে তার ব্যাখ্যার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিসিবি তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেটাররাই দেশের ক্রিকেটের মূল কেন্দ্রবিন্দু এবং তাদের সম্মান রক্ষায় বোর্ড অটল থাকবে।
বিপিএলের চূড়ান্ত পর্ব চলাকালীন এমন অচলাবস্থায় টুর্নামেন্ট শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি ক্রিকেটারদের সহায়তা চেয়েছে যাতে টুর্নামেন্টটি নির্বিঘ্নে শেষ করা যায়। তবে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড়। আজ দুপুর ১টার আগে নাজমুল ইসলাম পদত্যাগ করবেন কি না, কিংবা বিসিবি কোনো কঠোর সিদ্ধান্ত নেবে কি না—সেদিকেই তাকিয়ে আছে দেশের ক্রীড়াপ্রেমীরা।