প্রকাশিত:
২৩ ডিসেম্বর, ২০২৫

গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালিয়ে ফেরার পথে পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২৫, রাতে পরিকল্পিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি ষ্টার।রাত পৌনে ১২টা থেকে দেড়টা পর্যন্ত চলে এই তাণ্ডব। ছবিতে হামলাকারীদের চেহারা স্পষ্ট। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।
সন্ত্রাসী হামলার পর প্রথম আলো ভবনের দোতলা ও তিনতলায় ভাঙচুর–লুটপাট করেছে। কুড়াল হাতে করেছে উল্লাস। মব সৃষ্টি করে প্রথম আলো কার্যালয়ের শাটারে ভাঙচুর, লুটপাট করে ও অন্যদেরও ভেতরে আসতে হাঁকডাক দেয় ভবনের দ্বিতীয় তলা থেকে।
ভবন থেকে মূল্যবান ফাইল, কাগজ, আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতি, সিসিটিভি ক্যামেরা জড়ো করে তাতে আগুন দেয় সন্ত্রাসীরা।
ছবিতে হামলাকারীদের চেহারা স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে।