প্রকাশিত:
গতকাল

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, "ফরিদা পারভীন তার মেধা দিয়ে লালনসংগীতকে বিশ্বদুয়ারে পৌঁছে দিয়েছেন। অত্যন্ত পরিতাপের বিষয়, কোনো সরকারই তাকে যথাযথ সম্মান দেয়নি।" তিনি আরও যোগ করেন, লালনসংগীতকে বাউল গান হিসেবে চালিয়ে দেওয়া অনুচিত; লালনকে হৃদয়ে ধারণ করেছিলেন বলেই ফরিদা পারভীন আজ বিশ্বজুড়ে সমাদৃত।
অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন, নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং চিত্রনায়ক হেলাল খান।
ফরিদা পারভীনের সৃষ্টি তাকে মৃত্যুর পরেও অমর করে রেখেছে। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে যন্ত্রসংগীত ও কণ্ঠসংগীতে অংশ নেয় অচিন পাখি সংগীত একাডেমির শিক্ষার্থী শিল্পীরা।