প্রকাশিত:
১৩ জানুয়ারী, ২০২৬

বলিউডের ‘দিলবার গার্ল’ নোরা ফাতেহি কি তবে এবার মন হারিয়েছেন ফুটবল মাঠে? মরক্কো বংশোদ্ভূত এই বলিউড সুন্দরীর সাম্প্রতিক মরক্কো সফর এবং গ্যালারিতে বসে তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির জন্য তাঁর প্রার্থনা ও উল্লাস নতুন এক প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের দাবি—এটি কেবল দেশপ্রেম নয়, বরং হাকিমি-নোরার রসায়ন এখন বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, আশরাফ হাকিমির খেলা দেখে গ্যালারি থেকে ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। এ সময় নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তার অনুরাগীদের।
ম্যাচের এক পর্যায়ে যখন আশরাফ হাকিমি ফ্রি-কিক নিতে যাচ্ছিলেন, তখন নোরাকে চোখ বন্ধ করে প্রার্থনা করতে দেখা যায়। হাকিমির পা থেকে গোল আসতেই নোরার বুনো উল্লাস ক্যামেরায় ধরা পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, “এত আবেগ কেবল দেশের জন্য নয়, প্রিয় মানুষের জন্যও হতে পারে।”
বলিউডপাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এবার আরও ঘনীভূত হলো। অনুমান, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।
২৭ বছর বয়সী আশরাফ হাকিমি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ফ্রান্সের ক্লাব পিএসজি (PSG) এবং মরক্কো জাতীয় দলের এই রাইট-ব্যাক ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর রূপকথার নায়কদের একজন ছিলেন। ব্যক্তিগত জীবনে গত বছর স্ত্রী হিবা আবুকের সাথে বিচ্ছেদের পর হাকিমি এখন ‘সিঙ্গেল’ স্ট্যাটাস বহন করছেন।
এই প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি—কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি। নোরার ঘনিষ্ঠ মহলের দাবি, নোরা বর্তমানে তাঁর আন্তর্জাতিক প্রজেক্টের কাজ নিয়ে মরক্কোয় অবস্থান করছেন। তবে হাকিমির সাথে তাঁর বিশেষ বন্ধুত্বের বিষয়টি তাঁরা সরাসরি অস্বীকারও করেননি।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্বসেরা পাঁচ ফুটবলারের একজন ধরা হয় আশরাফ হাকিমিকে। অন্যদিকে, নোরাও তার কাজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আগামীতে অভিনেত্রীকে ‘কাঞ্চানা ৪’ ছবিতে দেখা যাবে।
বলিউড ও ফুটবলের যোগসূত্র নতুন কিছু নয়। এর আগে শাকিরা ও পিকে কিংবা আরিয়ানা গ্রান্দে ও ফুটবলারদের প্রেম বিশ্বজুড়ে চর্চিত হয়েছে।