প্রকাশিত:
১৩ জানুয়ারী, ২০২৬

সিনেমাজগতের মর্যাদাপূর্ণ আসর অস্কারের মনোনয়ন পর্বের আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ১৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। তারপরেই নির্ধারিত হবে কোন চলচ্চিত্রগুলো এ বছরের সোনালি ট্রফি জয়ের দৌড়ে টিকে থাকবে।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১০,১৩৬ জন (সর্বমোট ভোটার ১১ হাজারের কাছাকাছি)। একাডেমির ১৯টি ভিন্ন শাখার (যেমন: অভিনেতা, পরিচালক, এডিটর ইত্যাদি) বিশেষজ্ঞরা নিজ নিজ ক্যাটাগরিতে ভোট দিচ্ছেন। তবে ‘সেরা চলচ্চিত্র’ (Best Picture) বিভাগে সব সদস্যই ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই ভোটাভুটি সম্পূর্ণ অনলাইনে গোপন ব্যালটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আগামী ২২ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।
এবারের আসরে ভোটারদের জন্য একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে ভোট দেওয়ার আগে সংশ্লিষ্ট ভোটারকে সেই ক্যাটাগরির সব কটি মনোনীত সিনেমা দেখার প্রমাণ দিতে হবে। আগে ভোট দেওয়ার ক্ষেত্রে সিনেমা দেখার বাধ্যবাধকতা নিয়ে কিছুটা শিথিলতা থাকলেও এবার তা কঠোর করা হয়েছে।
এবারের অস্কারে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ‘অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’ বা সেরা অভিনয়শিল্পী নির্বাচন বিভাগ। নতুন এই ক্যাটাগরি নিয়ে ভোটারদের মধ্যে যেমন উৎসাহ আছে, তেমনি রয়েছে খানিকটা অনিশ্চয়তাও।
৯৮তম অস্কার আসরটি সঞ্চালনা করবেন প্রখ্যাত কৌতুক অভিনেতা কোনান ও’ব্রায়েন। টানা দ্বিতীয়বারের মতো তিনি এই মর্যাদাপূর্ণ মঞ্চে সঞ্চালকের ভূমিকা পালন করতে যাচ্ছেন।
১৬ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর সারা বিশ্বের নজর থাকবে ২২ জানুয়ারির দিকে, যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৯৮তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা।