প্রকাশিত:
১৩ জানুয়ারী, ২০২৬

দক্ষিণি তারকা যশ অভিনীত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর টিজার ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে এবার বিষয়টি গড়াল ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত। অভিযোগের পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে বহুল প্রতীক্ষিত এই সিনেমার টিজার মুক্তি পায়। টিজারের একটি দৃশ্যে দেখা যায়, একটি চলন্ত গাড়ির ভেতরে এক নারীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ও আপত্তিকর অবস্থায় রয়েছেন যশ। দৃশ্যটি শৈল্পিক ঢঙে উপস্থাপনের দাবি করা হলেও নেটিজেনদের বড় একটি অংশ একে ‘অশ্লীল’ এবং ‘সংস্কৃতি পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছেন।
এই টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। গতকাল সোমবার ভারতের আম আদমি পার্টি (আপ) কর্ণাটক রাজ্য নারী কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে টিজারের কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানায়।
অভিযোগ পাওয়ার পর কর্ণাটক রাজ্য নারী কমিশন সিবিএফসিকে চিঠি লিখে বিষয়টি নিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ গ্রহণের অনুরোধ জানিয়েছে।
সিনেমার পরিচালক গীতু মোহনদাস বরাবরই নারীবাদী চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। তবে ‘টক্সিক’-এর এই দৃশ্য নিয়ে তিনি সমালোচকদের উদ্দেশ্যে কিছুটা রহস্যময় মন্তব্য করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, "একটি পূর্ণাঙ্গ গল্প দেখার আগেই খণ্ডিত দৃশ্য নিয়ে বিচার করা ঠিক নয়।"
অন্যদিকে, অভিনেতা যশ এই বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছিলেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যা পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। সমালোচকরা এখন সেই ভিডিওর সূত্র ধরে তাকে ‘দ্বিমুখী’ আচরণের জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদল মনে করছেন, সিনেমার নাম যেহেতু ‘টক্সিক’ এবং এটি ‘প্রাপ্তবয়স্কদের জন্য রূপকথা’ (Fairy Tale for Grown-ups) হিসেবে তকমা দেওয়া হয়েছে, তাই এখানে সেন্সরশিপের কড়াকড়ি থাকা উচিত নয়। অন্যদলের মতে, জনপ্রিয়তার খাতিরে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য এই ধরনের দৃশ্য রাখা হয়েছে।
এখন দেখার বিষয়, মহিলা কমিশনের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ড বা সিনেমা কর্তৃপক্ষ কোনো পরিবর্তন আনে কি না।