প্রকাশিত:
১০ জানুয়ারী, ২০২৬

গেল বছরের শুরুতেই কোনো ধরনের পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই হঠাৎ করে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। এরমধ্যেই খবর, বিয়ের কয়েক মাস থেকেই দুজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। গায়কের নব্য গড়া সংসার ভাঙতে চলেছে।
বিয়ের পর মালদ্বীপে তাঁদের হানিমুনের ছবি এবং তুষারপাতের মধ্যে রোমান্টিক মুহূর্তের ভিডিও ভক্তদের দারুণভাবে আনন্দিত করেছিল। তবে ২০২৬ সালের শুরুতেই গুঞ্জন ওঠে যে, কাজের চাপে অথবা ব্যক্তিগত কারণে তাঁরা হয়তো আগের মতো সবসময় ‘একসঙ্গে’ থাকতে পারছেন না।
বর্তমানে তাহসান খান তাঁর সঙ্গীত ক্যারিয়ার এবং নতুন কিছু ওটিটি (OTT) প্রজেক্ট নিয়ে চরম ব্যস্ত সময় পার করছেন। সেপ্টেম্বর ২০২৫-এ তিনি হঠাৎ করে গান ছাড়ার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন, যদিও পরে জানা যায় তিনি গুণগত মানসম্পন্ন কাজের জন্য বিরতি নিয়েছেন। তাঁর এই ব্যস্ততা এবং রোজা আহমেদের যুক্তরাষ্ট্রে পেশাগত অবস্থানের কারণে অনেকেই ধারণা করছেন, তাঁরা এখন ভৌগোলিকভাবে ‘আলাদা’ থাকছেন।
তাহসান বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট।এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।
তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।
ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ থাকলেও তাহসান ও মিথিলা তাঁদের কন্যা আয়রা তেহরিম খানের জন্য সবসময় এক কাতারে দাঁড়িয়েছেন। এমনকি তাহসানের দ্বিতীয় বিয়ের পর মিথিলা তাঁকে শুভকামনাও জানিয়েছিলেন।