প্রকাশিত:
৯ জানুয়ারী, ২০২৬

দীর্ঘদিন পর পর্দায় ফিরলেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খানের পরিচালনায় ও অভিনয়ে নির্মিত বিশেষ শর্টফিল্ম ‘ট্র্যাপড’ (Trapped)-এর মাধ্যমে এই প্রত্যাবর্তন ঘটল তার। সম্প্রতি হৃদয় খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ছবিটি অবমুক্ত করা হয়েছে।
‘ট্র্যাপড’ কেবল একটি সাধারণ শর্টফিল্ম নয়, এটি একটি ‘ডার্ক ক্রাইম-রোমান্স থ্রিলার’। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে অপরাধ জগত, পারস্পরিক আনুগত্য এবং চরম বিপদের মুখে মানুষের টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে। প্রায় ২৮ মিনিট দীর্ঘ এই শর্টফিল্মটিতে হৃদয় খান ও মোনালিসাকে এক রহস্যময় ও রোমাঞ্চকর রসায়নে দেখা গেছে।
সংগীতের পাশাপাশি পরিচালনার প্রতি হৃদয় খানের ঝোঁক দীর্ঘদিনের। এই শর্টফিল্মের মাধ্যমে তিনি আরও একবার ক্যামেরার পেছনে নিজের মুনশিয়ানা প্রমাণ করলেন। ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সিনেমাটোগ্রাফি দর্শকদের মুগ্ধ করেছে। এতে অভিনয়ের পাশাপাশি সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি।
প্রায় এক দশকের বিরতি ভেঙে মোনালিসার ফেরা ভক্তদের জন্য ছিল বড় সারপ্রাইজ। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর তার এই নতুন কাজ নিয়ে শোবিজ অঙ্গনে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। ‘ট্র্যাপড’-এ মোনালিসার সাবলীল অভিনয় এবং গ্ল্যামার প্রমাণ করেছে যে, দীর্ঘ বিরতি তার জনপ্রিয়তায় কোনো আঁচড় কাটতে পারেনি।
মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ট্র্যাপড’ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকরা হৃদয় খানের মেধা এবং মোনালিসার ফেরার প্রশংসা করছেন। অনেকে বলছেন, আমাদের দেশে এমন আন্তর্জাতিক মানের থ্রিলার গল্প আরও বেশি হওয়া প্রয়োজন।
‘ট্র্যাপড’ সিনেমায় হৃদয় খান ও মোনালিসা ছাড়াও নিউ ইয়র্কের স্থানীয় কিছু শিল্পী এতে অভিনয় করেছেন।