প্রকাশিত:
৯ জানুয়ারী, ২০২৬

মোস্তাফিজের মতো পরিণতি ভোগ করতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডারকে। ভারতের বিপক্ষে মুখ খুলে তোপের মুখে পড়েছেন তিনি। অনিশ্চয়তায় পড়ে গেছে তার আইপিএল খেলা।
সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘গেম উইথ গ্রেস’-এ কথা বলতে গিয়ে জেসন হোল্ডার বলেছেন, ‘ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্ব শান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না।’
এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করাকে ‘মাত্রাতিরিক্ত’ বলে অবিহিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। আর তাতেই ভারতীয়দের তোপের মুখে পড়েছেন তিনি, দাবি উঠেছে তাকে বয়কটের।
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতা নিয়ে প্রশ্ন তুলে হোল্ডার বলেন, ‘ভারত ও পাকিস্তান দুইটাই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’
কয়েক মাস আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে বাদ পড়ার উপক্রম হয়েছিলেন এবং ভারতীয় সমর্থকদের ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন। এবার জেসন হোল্ডারের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।
আসন্ন আইপিএল ২০২৬-এর মেগা নিলামে জেসন হোল্ডারকে ৭ কোটি রুপিতে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। কিন্তু তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে 'বয়কট' করার ডাক উঠেছে। ভারতের উগ্র ক্রিকেট সমর্থকদের একাংশ দাবি তুলছেন, ভারতের জাতীয় আবেগে আঘাত করায় হোল্ডারকে আইপিএল খেলতে দেওয়া উচিত নয়।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো সাধারণত জনমতের বাইরে গিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। ইতিপূর্বে দেখা গেছে, ভারতের সমালোচনা করে অনেক বিদেশি ক্রিকেটার আইপিএল থেকে ব্রাত্য হয়ে গেছেন। গুজরাট টাইটান্স কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও, অভ্যন্তরীণ মহলে তাকে নিয়ে আলোচনা চলছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিষয়টিকে কীভাবে দেখছে, তার ওপর নির্ভর করছে হোল্ডারের আইপিএল ভবিষ্যৎ।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, জেসন হোল্ডার যা বলেছেন তা মূলত একজন নিরপেক্ষ ক্রিকেটারের দৃষ্টিভঙ্গি। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সমর্থকদের কাছে এটি 'অপরাধ' হিসেবে গণ্য হচ্ছে। যদি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, তবে গুজরাট টাইটান্স তাকে 'ব্যক্তিগত কারণ' বা 'ইনজুরি' দেখিয়ে স্কোয়াড থেকে সরিয়ে দিতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখন দেখার বিষয়, আইপিএল শুরুর আগে হোল্ডার তার বক্তব্যের জন্য কোনো সাফাই দেন কি না, নাকি তাকে মাঠের বাইরে থেকেই আইপিএল উপভোগ করতে হয়।