প্রকাশিত:
গতকাল

বিশ্বজুড়ে সফরের অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতীক।
এই সফরে ফিফার প্রতিনিধি হিসেবে ঢাকায় এসেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। তার উপস্থিতিতে ট্রফি বরণ করা হয় বিমানবন্দরে।
আয়োজকদের নির্ধারিত তালিকাভুক্ত অতিথিরাই কেবল ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাচ্ছেন। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে জাতীয় দলের ফুটবলারদের এই অনুষ্ঠানে রাখা হয়নি। ফলে দেশের খেলোয়াড়দের মধ্যে তৈরি হয়েছে হতাশা ও আক্ষেপ। দুপুরে শুরু হওয়া আনুষ্ঠানিকতা চলবে সন্ধ্যা পর্যন্ত।
বিশ্বকাপের প্রতিটি আসরের আগে ফিফা নিয়মিতভাবেই ট্রফিকে বিশ্বভ্রমণে পাঠায়, যাতে সমর্থকেরা কাছ থেকে দেখতে পারেন ফুটবলের সবচেয়ে গৌরবময় এই পুরস্কার। বাংলাদেশে সর্বশেষ এই ট্রফি এসেছিল ২০২২ সালে। তার আগে ২০০২ ও ২০১৩ সালেও ঢাকায় এসেছিল ১৮ ক্যারেট স্বর্ণে তৈরি প্রায় পাঁচ কেজি ওজনের এই ট্রফিটি।
এবার ট্রফি বরণ শেষে ফিফার স্পন্সর কোকাকোলার ব্যবস্থাপনায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে প্রদর্শনের জন্য রাখা হচ্ছে ট্রফিটি। কোকাকোলার বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত ভক্তরা সেখানে সামনে থেকে ট্রফি দেখার সুযোগ পাবেন।
গেল ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কোকাকোলা আয়োজন করেছিল ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ প্রচারণা। সেই ক্যাম্পেইনে বিজয়ীরাই আজ ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন। ছবি তোলার জন্য তাদের অবশ্যই বৈধ টিকিটের কপি (প্রিন্ট বা ডিজিটাল) দেখাতে হবে এবং যাচাইয়ের জন্য কোকাকোলার ক্যাপ সঙ্গে রাখতে হবে।