এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট ভোর ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে ভোর ৬টার দিকে একটি বাসে গ্যাস দেওয়ার সময় এ বিস্ফোরণ হয়। সিএনজি পাম্পের তিনতলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
আউশকান্দি সিএনজি পাম্পের সহকারি ম্যানেজার শোয়েব আহমদ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একটি বাস গ্যাস স্টেশনে আসে। পরে বাসটি গ্যাস নেওয়ার সময় সিএনজিতে আগুন ধরে যায়। এ সময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন। আরও ৪ জন সিএনজিচালক আহত হন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, আমরা তিনতলায় ঘুমে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। এরপর তিনতলায় থাকা আমরা তিনজন প্রাণ বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে নিজেরা রক্ষা পাই। আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।