news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বাংলাদেশ

হবিগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, পুড়ল ১২ গাড়ি

Next.js logo

প্রকাশিত:

২১ আগস্ট, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এসময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Thumbnail for হবিগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ আগুন, পুড়ল ১২ গাড়ি
ইনকিলাব

২১ আগস্ট ভোর ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি পাম্পে ভোর ৬টার দিকে একটি বাসে গ্যাস দেওয়ার সময় এ বিস্ফোরণ হয়। সিএনজি পাম্পের তিনতলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

আউশকান্দি সিএনজি পাম্পের সহকারি ম্যানেজার শোয়েব আহমদ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে একটি বাস গ্যাস স্টেশনে আসে। পরে বাসটি গ্যাস নেওয়ার সময় সিএনজিতে আগুন ধরে যায়। এ সময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন। আরও ৪ জন সিএনজিচালক আহত হন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, আমরা তিনতলায় ঘুমে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। এরপর তিনতলায় থাকা আমরা তিনজন প্রাণ বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে নিজেরা রক্ষা পাই। আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন