এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
২৬ আগস্ট, ২০২৫
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ভিন্নচিত্র দেখা গেছে। দ্বিতীয় বৃহত্তর এই বাজারে এদিন সূচক ও লেনদেন বেড়েছে। বিপরীতে কমেছে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ১২৩ পয়েন্টে নেমে গেছে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে।
আজ (মঙ্গলবার) ডিএসইরলেনদেনেঅংশনেওয়া৩৯৭টিপ্রতিষ্ঠানেরশেয়ারওইউনিটেরমধ্যেদরবেড়েছেমাত্র১৩৭টির।বিপরীতেকমেছে২১৫টির।তবে৪৫টিরদরঅপরিবর্তিতছিল।এক্সচেঞ্জটিতে মোট ১ হাজার২৪৭কোটি৬৮লাখ১৯হাজারটাকারসিকিউরিটিজলেনদেনহয়েছে, যাগতবছরের১১আগস্টেরপরসর্বোচ্চ।ওইদিনডিএসইতে২হাজার১০কোটি৮লাখটাকারশেয়ারওইউনিটলেনদেনহয়েছিল।এরপরআরএইবাজারেরলেনদেনদুইহাজারকোটিটাকারসীমাঅতিক্রমকরতেপারেনি।
আজ লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকার। ২৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সোনালি পেপার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।