news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

খেলা

প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

Next.js logo

প্রকাশিত:

৩১ আগস্ট, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তবে দলীয় ৯২ রানে তানজিদের বিদায়ে ভাঙল দুজনের ৬৬ রানের জুটি। ২৪ বলে ২৯ রান করা তানজিদ বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলের বলে লং অনে ক্যাচ হয়েছেন ম্যাক্স ও’ডাউডের।

Thumbnail for প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
ইনকিলাব

তানজিদ ফেরার পর ফিফটি পেয়েছেন লিটন দাস। ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা লিটনের ১৩তম হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির তালিকায় সাকিব আল হাসানকে ছুঁয়েছেন তিনি। ১২৯ ম্যাচে ১৩ হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। লিটনের সেটা করতে লেগেছে ১০৯ ম্যাচ। লিটনের পঞ্চাশে একশ পেরিয়েছে বাংলাদেশের স্কোর। ১১ ওভার শেষে ২ উইকেটে ১০২ রান বাংলাদেশের।

ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে তেড়েফুড়েই শুরু করে বাংলাদেশ। আরিয়ান দত্তের প্রথম ওভারে ১৪ রান নিয়েছেন পারভেজ। পরের ওভারে তানজিদও মেরে খেলেন। কিন্তু তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ ইমন ফিরেছেন আরিয়ানের বলে বোল্ড হয়ে। ৯ বলে ১৫ রান তার। ২৬ রানে প্রথম উইকেট খোয়ায় বাংলাদেশ। ইমন ফিরলেও ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেন লিটন। আর তাতেই পাওয়ার প্লের ৬ ওভারে ৫৭ রান তুলে নেয় বাংলাদেশ।

৩১ বলে তানজিদের সঙ্গে দ্বিতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন লিটন। ৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৭। ২০ বলে এক ছয় ও পাঁচ চারে ৩৮ রাানে খেলছেন লিটন। ১৯ বলে এক চারে ওপেনার তানজিদ হাসানের রান ২২।

তার পাশাপাশি ডাচ শিবিরে আঘাত হানেন সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমানও। ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট সাইফের। মুস্তাফিজ ১ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ১৯ রান। উইকেট না পেলেও অফ স্পিনার মেহেদী হাসান ৪ ওভারে দিয়েছেন ২১ রান। এতে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১৩৬ রানের পুঁজি পেয়েছে নেদারল্যান্ডস। যা অনায়াসে টপকে ম্যাচ জিতে বাংলাদেশ।

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন