ইনকিলাব
প্রকাশ:৩ জুন, ২০২৫
ফাইল ছবি | ইনকিলাব
সর্বশেষ লটারি জয়ের পর ওই ব্যক্তি মেরিল্যান্ড লটারি কর্তৃপক্ষকে বলেন, স্ত্রীর কাছ থেকে ১০ ডলার ধার নিয়ে এবারের লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।
স্বামীর লটারির টিকিট কেনার নেশার কথা খুব ভালোভাবেই অবগত আছেন তাঁর স্ত্রী। তাই তিনি শুরুতে টাকা দিতে চাননি। কিন্তু ওই ব্যক্তি স্ত্রীকে বুঝিয়ে তাঁর কাছ থেকে ১০ ডলার ধার নেন।
কী বলে স্ত্রীকে বুঝিয়েছিলেন এমন প্রশ্ন করা হলে ওই ব্যক্তি হাসতে হাসতে বলেন, ‘আমি তাঁকে বলেছিলাম, তুমি তো জানো, আমি যা–ই জিতব সেটা তোমার সঙ্গে ভাগ করে নেব।’
ওই ব্যক্তি এর আগে ২০২২ সালে মেরিল্যান্ড লটারি থেকে টিকিট কিনে ২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার জিতেছিলেন। এরও কয়েক বছর আগে তিনি লটারি থেকে এক লাখ ডলার জিতেছিলেন।
ওই ব্যক্তি বলেছেন, তিনি থামবেন না, লটারির টিকিট কেনা চালিয়ে যাবেন। এবার তাঁর লক্ষ্য আরও বড় পুরস্কার জেতা। এ নিয়ে তিনি বলেন, ‘আমি এখন ১০ লাখ বা ২০ লাখ ডলার পুরস্কার জিততে চাই। একবার ওই পুরস্কার জিতে গেলে তবে আমি ক্ষান্ত দেব।’
এবার জেতা পুরস্কারের অর্থ কীভাবে খরচ করবেন সে পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। ওই ব্যক্তি বলেন, এবারের অর্থ দিয়ে তিনি রান্নাঘরে নতুন কেবিনেট স্থাপন করবেন, পুরো বাড়ির জানালা পরিবর্তন করে নতুন জানালা লাগাবেন এবং নাতি-নাতনিদের কলেজে পড়ার খরচ জোগাবেন।