news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

রাজনীতি

সংবিধানকে পাশ কাটিয়ে দেশ শাসনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে: ড. কামাল হোসেন

Next.js logo

প্রকাশিত:

২৬ আগস্ট, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

সংবিধানকে পাশ কাটিয়ে দেশ শাসনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে-মর্মে মন্তব্য করেছেন গণফোরাম নেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, 'সংবিধানকে কীভাবে পাস কাটিয়ে দেশ শাসন করা যায়, সেই প্রবণতাই আমরা দেখছি। এই প্রবণতা থেকে আমাদের সরে থাকতে হবে।'

Thumbnail for সংবিধানকে পাশ কাটিয়ে দেশ শাসনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে: ড. কামাল হোসেন
ইনকিলাব

তিনি সকলকে আহবান জানিয়ে বলেন, 'আসুন, আমরা সংবিধানকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করবো না, বিতর্কিত করব না, বিশেষ করে মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করব না। সংবিধানকে বিতর্কিত কিংবা সংবিধান নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করার আহবান জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি।'

গতকাল (২৫ আগস্ট) সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, 'আমরা সংবিধানের মূলনীতি থেকে সরে যাচ্ছি। এ থেকে কীভাবে পাস কাটিয়ে দেশ শাসন করা যায়, সেই প্রবণতাই আমরা দেখছি। এই প্রবণতা থেকে আমাদের সরে থাকতে হবে। আসুন, আমরা সংবিধানকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করবো না, বিতর্কিত করব না, বিশেষ করে মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করব না। তাহলে দেশে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে। এটা নিয়ে আমরা কোনো আপস করব না। আপস করার কোনো প্রশ্নই ওঠে না।'

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন