news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি সোনাসহ তিনজন আটক

Next.js logo

প্রকাশিত:

১৮ আগস্ট, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে মোট ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ উদ্ধার করেছে এবং এসময় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়।

Thumbnail for শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি সোনাসহ তিনজন আটক
ইনকিলাব

গতকাল ১৮ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রবিবার সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বরে তল্লাশির সময় মো. সালেহ ফয়সাল (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কার (বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়। একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে দ্বিতীয় অভিযানে আগমনী টার্মিনালের মিডিয়া কর্নার এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৪)-এর কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ৪৬ লাখ ২১ হাজার টাকা) জব্দ করা হয়। 

এছাড়া সকাল ১০টা ২০ মিনিটে মাসুম রানা (৩২) নামে আরও এক ব্যক্তিকে আগমনী টার্মিনালে আটক করা হয়। তার কাছ থেকে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা নিতে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। 

এয়ারপোর্ট এপিবিএনএর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের অংশ হিসেবে বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানে জড়িত এবং দেশে রিসিভার হিসেবে কাজ করছিলেন। 

 

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন