এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
২ জুন, ২০২৫
তিনি কিছুদিন আগে হত্যাকাণ্ডের শিকার হওয়া ঢাবি ছাত্রদল নেতা সাম্যের আপন ভাই।
সাগরকে এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
এ নিয়ে গণমাধ্যমে সাগর বলেন, ‘২০১৯ সালে ছাত্র রাজনীতি ছাড়ার পর থেকে আর কিছুতে ছিলাম না।
জিয়াউর রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। আমার বাবাও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন।
গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসেবেই এনসিপিতে যোগ দিয়েছি।’
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন তিনি।
তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নিয়েছিল ছাত্রদল।
এদিকে গেল ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য।
এ ঘটনায় এখনও আন্দোলন চলমান রেখেছে ছাত্রদল। সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেন। আমিরুল ইসলাম সাগরেরও সক্রিয় অংশগ্রহণ ছিল।