news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

প্রবাস

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে বোমা: ‘সন্ত্রাসী হামলা’ বলেছে এফবিআই

Next.js logo

প্রকাশিত:

২ জুন, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একদল বিক্ষোভকারীর ওপর পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

Thumbnail for যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে বোমা: ‘সন্ত্রাসী হামলা’ বলেছে এফবিআই
ইনকিলাব

স্থানীয় সময় গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তাঁরা বিক্ষোভ করছিলেন। এ ঘটনাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

Advertisement

এফবিআই কর্মকর্তা মার্ক মিশালেক বলেছেন, আহত ছয়জনের বয়স ৬৭ থেকে ৮৮ বছরের মধ্যে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে এটা পরিষ্কার, এটি একটি পরিকল্পিত সহিংসতা এবং এফবিআই একে সন্ত্রাসী কর্মকাণ্ড ধরে নিয়ে তদন্ত করছে।’

Advertisement

সন্দেহভাজন হামলাকারী হিসেবে পুলিশ মোহাম্মদ সোলিমান নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হামলার পরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এফবিআইয়ের প্রধান ক্যাশ প্যাটেল বলেন, ‘আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যোপান্ত তদন্ত করে দেখছি।’

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি মলোটভ ককটেল (পেট্রলবোমা) সদৃশ কিছু ছুড়ে মারেন এক ব্যক্তি।

স্থানীয় সময় বেলা দেড়টার কিছু আগে হামলার ঘটনাটি ঘটে। বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন বলেছেন, তাঁদের ধারণা, এ ঘটনায় আর কেউ জড়িত ছিল না।
স্টিভ রেডফার্ন বলেন, ‘আমরা মোটামুটি নিশ্চিত, একমাত্র সন্দেহভাজনকে আমরা হেফাজতে নিয়েছি।’

 

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে ঘটনাস্থলে আইনৃশঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে ঘটনাস্থলে আইনৃশঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাছবি: রয়টার্স

হামলার সময়ের একটি ভিডিওতে দেখা যায়, গায়ে জামা (শার্ট) না থাকা এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তাঁর সামনে ঘাসে আগুন জ্বলছে।

ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’। লাল টি-শার্ট পরা কয়েকজনের দিকে তাকিয়ে তিনি কথাগুলো বলছিলেন, যাঁরা মাটিতে পড়ে থাকা একজনের শুশ্রূষা করছিলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন। তিনি বলেন, ‘আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই, যাঁদের শরীরে আগুনে পোড়া ও অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল।’

স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাঁকে আটক করা হয়েছে।

কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার বলেছেন, ‘যে গোষ্ঠীকে লক্ষ্য করা হয়েছে, সে বিবেচনায় এটিকে ঘৃণাজনিত অপরাধ বলে মনে হচ্ছে।’

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন