news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

খেলা

লাল কার্ডে দুঃস্বপ্নের বিদায়, বাছাইপর্বে হেরে গেলো মেসিহীন আর্জেন্টিনা

Next.js logo

প্রকাশিত:

১০ সেপ্টেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: কুইটোর উচ্চভূমিতে ইকুয়েডরের বিপক্ষে শেষ বাছাই ম্যাচটি আর্জেন্টিনার জন্য পরিণত হলো হতাশার রাত্রিতে। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি প্রথমার্ধেই সরাসরি লাল কার্ড দেখে বিদায় নেন, আর যোগ করা সময়ে এনের ভালেন্সিয়ার পেনাল্টিতে এগিয়ে যায় স্বাগতিকরা। সেই ব্যবধান আর ফেরাতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা, শেষ পর্যন্ত ১-০ গোলে হারতে হয় স্কালোনির দলকে।

Thumbnail for লাল কার্ডে দুঃস্বপ্নের বিদায়, বাছাইপর্বে হেরে গেলো মেসিহীন আর্জেন্টিনা
ইনকিলাব

গেল আসরের চ্যাম্পিয়নরা ম্যাচে লিওনেল মেসি বিশ্রামে থাকায় এবং ক্রিস্তিয়ান রোমেরো নিষেধাজ্ঞার কারণে না থাকায়, শুরুর একাদশে একাধিক পরিবর্তন আনতে হয় কোচ স্কালোনিকে। এর প্রভাব স্পষ্ট হয় মাঠে, প্রথম ১৫ মিনিটেই একুয়েডর নেয় পাঁচটি শট, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে। 

৩১তম মিনিটে বড় ধাক্কা খায় তারা। পাল্টা আক্রমণে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন ভালেন্সিয়া, তখন পেছন থেকে তাকে ফেলে দেন ৩৭ বছর বয়সী ওতামেন্দি। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে।

এরপর খেলার ছন্দ ভেঙে যায় ধারাবাহিক ফাউলে। প্রথমার্ধের শেষ যোগ করা সময়ে ডি-বক্সে কনুই দিয়ে প্রতিপক্ষকে আঘাত করলে ভিএআরে দেখে পেনাল্টি দেন রেফারি, আর সেখান থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন ভালেন্সিয়া।

বিরতির পর কিছুটা ভারসাম্য ফেরে, কারণ ৫০তম মিনিটে ইকুয়েডরও ১০ জনে নেমে আসে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোইসেস কাইসেদো। তবে সংখ্যাগত সমতা থাকলেও আক্রমণে ধার বাড়াতে পারেনি আর্জেন্টিনা। পুরো ম্যাচে তারা আটবার শট নিলেও একটি শটও লক্ষ্যভেদ করেনি।

এই হারে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শেষ করল আর্জেন্টিনা, শীর্ষস্থান তাদের হাতেই থাকল। ইকুয়েডর পেল ২৯ পয়েন্ট।

এখন সামনে বিশ্বকাপের প্রস্তুতি। অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে তারা, নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ রয়েছে অ্যাঙ্গোলা ও ভারতের বিপক্ষে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন