এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর, ২০২৫
তখনকার দর্শকদের কাছে সালমান শাহ ছিলেন খুব জনপ্রিয়। শুধু ভক্তরাই নয়, অন্যান্য নায়ক-অভিনেতারাও তাকে দেখতেন অনুপ্রেরণা আর আদর্শ হিসেবে। এক কথায়— সালমান শাহ ছিলেন নাইন্টিজের এমন আইকন, যাকে আজও মনে ধারণ করে রেখেছেন অসংখ্য ভক্ত।
অভিনয়ের প্রসঙ্গ আলাদা করে বলার নেই। কিন্তু তার সজ্জা ও ফ্যাশনে যে আধুনিকতার ছাপ মিলেছিল, তা পরবর্তী সময়ে বলিউডেও দেখা গেছে। অনেকের মতে, সালমান শাহ যেন ছিলেন বিনোদন জগতের টাইম ট্রাভেলার। কারণ বর্তমান নায়কদের পোশাক-আশাক ও স্টাইল যে রকম, সেই আবহ তিনি সৃষ্টি করেছিলেন আরও তিন দশক আগে।
মাথায় ব্যান্ডানা, চোখে সানগ্লাস আর সঙ্গে বাইক— এটাই ছিল তার চিরচেনা লুক। ঘন কালো চুলে জ্বলজ্বল করত আকর্ষণ। আর সেই মায়াবী, উজ্জ্বল, প্রাণবন্ত হাসি মুহূর্তেই জয় করত দর্শকের মন। জাঁকজমকপূর্ণ স্টারডম নয়, বরং সাদামাটা স্বভাব নিয়েই খুব অল্প সময়ে গেঁথে গিয়েছিলেন কোটি হৃদয়ের মন।